নিজস্ব প্রতিবেদক:
কোটা আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদেরে কটুক্তীকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে প্রতিবাদ সভা করেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদার এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহিনুল আলম ছানা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত হোসেন প্রমুখ।
বক্তারা কোটা আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদেরে কটুক্তীকারীদের শাস্তির দাবি জানান। মুক্তিযোদ্ধাদের কোটা বহাল রাখার পক্ষে তারা বিভিন্ন যুক্তি দেন। মুক্তিযোদ্ধাদের উপর আঘাত আসলে তা প্রতিহত করার ঘোষনা দেন মুক্তিযোদ্ধারা।
এসময় বক্তারা বলেন, দেশ স্বাধীনের জন্য মুক্তিযোদ্ধারাই প্রাণ দিয়েছিলো। আজ সেই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা কটুক্তি করছে তারা দেশদ্রোহী। একটি অপশক্তি দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে আজ রাজপথে নেমেছে। মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে উচ্চ আদালত যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেবো।
প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে সহস্রাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশ নেয়। সভা শেষে শহীদ মিনার থেকে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে, পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা।