নিজস্ব প্রতিবেদক:
সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদা মারা গেছেন।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, ৭৯ বছর বয়সী সিগমা হুদা কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সিগমা হুদার মরদেহ ইউনাইটেড হাসপাতাল থেকে ধানমন্ডির বাসায় নিয়ে যাওয়া হবে। তাকে কোথায় দাফন করা হবে, সে সিদ্ধান্ত এখনও হয়নি।
সুপ্রিম কোর্টের আইনজীবী সিগমা ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারপারসন। তার স্বামী নাজমুল হুদা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য। খালেদা জিয়ার সরকারে ১৯৯১ সালে তথ্য ও ২০০১ সালে যোগাযোগমন্ত্রী ছিলেন তিনি। ২০১২ সালে বিএনপি ছেড়ে জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) এবং পরে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে তিনটি দল গড়ার চেষ্টা করেন নাজমুল হুদা।
এরপর ২০১৫ সালে তৃনমূল বিএনপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। ২০২৩ সালে ১৯ ফেব্রুয়ারি নাজমুল হুদা মারা যান।
এই দম্পতি দুই মেয়ে অন্তরা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদাকে রেখে গেছেন। অন্তরা হুদা বর্তমানে তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারম্যান।
সিগমা হুদার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার।