বিনোদন প্রতিবেদক:
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের চমক যেন শেষই হচ্ছে না! নতুন চমক দেয়া তথ্য হলো, বিয়েতে আমন্ত্রিত বিশেষ অতিথিদের কোটি কোটি টাকার বিশেষ ঘড়ি উপহার দিয়েছেন অনন্ত।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবদেন থেকে জানা যায়, অনন্ত আম্বানি তার ঘনিষ্ঠ বন্ধুদের একটি করে ঘড়ি গিফট করেছেন।
বিলাসবহুল ব্র্যান্ড অউডেমার্ড পিগুয়েটের সে লিমিটেড ভার্সনের ঘড়ির দাম ২ কোটি টাকারও বেশি। নিজের বিয়েতে বন্ধুদের উপহার দেয়ার জন্য বিশেষ এ ঘড়ির অর্ডার করেন অনন্ত।
জানা গেছে, ঘড়িটি ১৮ ক্যারেট রোজ গোল্ডের তৈরি। ঘড়িতে গাঢ় নীল ডায়াল রয়েছে। নীলকান্তমণি ক্রিস্টাল বসানো এমন দামি ঘড়ি সর্বমোট ২৫টি অর্ডার করেছিলেন অনন্ত।
বিশেষ এ ঘড়িগুলো পেয়েছেন মিজান জাফরি, শিখর ধাওয়ান, হার্দিক পাণ্ডিয়া, বীর পাহাদিয়া, রণবীর সিং, শাহরুখ খানসহ অনন্তের কাছের বন্ধুরা।
প্রসঙ্গত, অনন্ত ও রাধিকার মহাবিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত শুক্রবার ( ১২ জুলাই)। এরপর শনিবার (১৩ জুলাই) শুভ আশীর্বাদ এবং রোববার (১৪ জুলাই) অনুষ্ঠিত হয় জমকালো বিবাহোত্তর সংবর্ধনা।