শেখ মোহাম্মদ আলী, শরণখোলা অফিস:
শরণখোলায় সোমবার সকালে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে’র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়ের শরণখোলায় বদলি’র আদেশ প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচ রাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন ছাত্র জনতা। এসময় বক্তব্য রাখেন, মাওলানা মাহাদি
হাসান, মুফতি মাওলানা ইসমাইল হোসেন, মাসুদ হোসাইন ও রবিউল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, ডা.শর্মী রায় একজন দুর্নীতিবাজ ও আ.লীগের দালাল। তাকে শরণখোলায় বদলি করা হলে তা মেনে নেওয়া হবেনা।
তাছাড়া শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস একজন ভাল মানুষ ও জনবান্ধব চিকিৎসক। তাকে শরণখোলা থেকে বদলী করা হলে ছাত্র জনতা তা প্রতিহত করবে বলে উর্ধতন কতৃপক্ষের প্রতি হুশিয়ারী উচ্চারণ করেছেন মানববন্ধনের বক্তারা।