বাগেরহাট প্রতিনিধি:
ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রিশন প্রকল্পের উদ্যোগে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাট এর মাধ্যমে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এ দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয় এবং পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাট এর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস, বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার আসাদুর রহমান।
জেলা প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে বিশ্ব হাত ধোয়া দিবসের ডেমোনেস্টেশন করেন ACDI/VOCA এর প্রাণি সম্পদ সেবা প্রদানকারী স্মৃতি কনা । বিশ্ব হাত ধোয়া দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ACDI/VOCA এর বাগেরহাটের প্রতিনিধি ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ বিপ্লব বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী(এস্টিমেট) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাগেরহাটের মোঃ তারেক আজিজ, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাগেরহাট সদর উপজেলার মোঃ জাহিদুল ইসলাম।
বিশ্ব হাত ধোয়া দিবসে ACDI/VOCA এর অংশগ্রহণ কে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাট এর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক ধন্যবাদ জ্ঞাপন করেন।