মুন্সি দেলোয়ার হোসেন, চিতলমারী অফিস:
বাগেরহাটের চিতলমারীতে প্রবাসীর কোটি টাকার সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগে মোসারফ হোসেন মোল্লা (৫৮) নামে এক ব্যক্তিকে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় চিতলমারী সরকারি মহিলা কলেজের সামনে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার স্ত্রী পেয়ারা সুলতানা পালিয়ে যায়।
সিরাজুল ইসলাম নামে এক ভুক্তভোগীর লিখিত অভিযোগে জানা গেছে, তার জামাতা মোহাম্মদ শাহাজাহানের বড় ভাই প্রবাসী মো. হান্নান মুন্সি চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নী মৌজায় এস.এ ১২ নং খতিয়ানের ১৮৭ নং দাগে ০.১৪০০ একর জমি ২০০২ সালে ক্রয় করে বাড়ি নির্মাণ করেন। প্রবাসে থাকা অবস্থায় মোসারফ মোল্লা ও তার সহযোগীরা ২০২৪ সালের ৬ আগস্ট ওই বাড়ি অবৈধভাবে দখল করে।
মোসারফ মোল্লার স্ত্রী পেয়ারা সুলতানা ২০১৭ সালে ৫০৫৯ নং একটি জাল কবলা দলিল তৈরি করেন, যেখানে জমিদাতা হিসেবে উল্লেখ করা হয় ফনিভূসন মন্ডল নামে একজন ভুয়া ব্যক্তিকে। অনুসন্ধানে দেখা যায়, ফনিভূসন মন্ডল নামে কাউকে বাগেরহাটের সোনাতলা গ্রামের কেউ চেনেন না। এ ছাড়া, মোসারফ মোল্লা ওই ভুয়া নাম ব্যবহার করে জাতীয় পরিচয়পত্রও তৈরি করেছেন, যার নম্বর ১৯৪৮০১১১৪৩১১০৫৭৭৮।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন জানান, এ ঘটনায় সিরাজুল ইসলামের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর ০৭, তারিখ ২৯/১২/২০২৪। অভিযুক্ত মোসারফ মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পালিয়ে থাকা অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
এ ধরনের জালিয়াতি প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।