শেখ মোহাম্মদ আলী, শরণখোলা অফিস:
শরণখোলায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) ২০২৪এর ফাইনাল খেলা শুক্রবার বিকেলে শেষ হয়েছে। ফাইনাল খেলায় রায়েন্দা ইউনিয়ন একাদশ ৬-১গোলে খোন্তাকাটা ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত চার দলীয় এ ফুটবল টুর্নামেন্ট শুক্রবার সকালে রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল মাঠে শুরু হয়। দিনের প্রথমভাগের খেলায় ধানসাগর ইউনিয়ন একাদশ ও সাউথখালী ইউনিয়ন একাদশকে পরাজিত করে রায়েন্দা ইউনিয়ন ও খোন্তাকাটা ইউনিয়ন একাদশ ফাইনালে ওঠে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রায়েন্দা ইউনিয়ন একাদশ ৬-১গোলে খোন্তাকাটা ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। এ সময় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই, উপজেলা যুব উন্নয়ন অফিসার শিশির কুমার দাস, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী, শরণখোলা সরকারী কলেজের শরীরচর্চা শিক্ষক বাবুল দাস ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের সদস্য কাওসার হোসেন।