এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জের জি,বি আমেনা খাতুন বালিকা দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মো. ইব্রাহিম খানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার সাবেক সুপার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের জি,বি আমেনা খাতুন বালিকা দাখিল মাদ্রাসার সামনে মো. ফেরদাউস খানের দোকান সংস্কার করার উদ্যোশে মাদ্রাসা সুপার মো. ইব্রাহিম খান অবস্থান করায় বুধবার বিকেল সাড়ে ৪টায় মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কেএম আলী হায়দারের নেতৃত্বে একটি বাহিনী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক সুপার মাওলানা মো. ইব্রাহিম খানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে অকাথ্য ভাষায় গালমন্দ করে চলে যায়। পরের দিন লাঞ্ছিতের ঘটনা আড়াল করতে মাদ্রাসার সকল শিক্ষার্থীদের ভূল বুঝিয়ে সাবেক সুপার ইব্রাহিম খানের বিচার চাই, গ্রেফতার চাই বলে স্রোগান দেয়। এতে স্থানীয় গণমান্য শিক্ষার্থীর অভিভাবক শুনতে পেয়ে দুঃখ প্রকাশ করেন। মাদ্রাসা সাবেক সুপার ইব্রাহিম খানের ছেলে ফেরদাউস খান বলেন, আমার পিতার ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে বর্তমান ভারপ্রাপ্ত সুপার, মিথ্যা মামালা দিয়ে হয়রানির করার পায়তারা করছে। ভারপ্রাপ্ত সুপারের অপসার দাবি করছি। এ বিষয়ে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ দিকে মাদ্রাসার কমিটির মেয়াদ শেষ হলেও ভারপ্রাপ্ত সুপার কেএম আলী হায়দার ম্যানেজিং কমিটি গঠনের কোন উদ্যোগ গ্রহন করেনি। শিক্ষকদের নিয়ে রাজনৈতিক দলাদলি গ্রæপিং তৈরি করেন।
উল্লেখ্য, ৮৮ নং গোদাড়া মৌজায় এস, এ ৩৮ নং খতিয়ানে ২৯২ নং দাগের মধ্যে মাদ্রাসার নামে ৫ শতক সাবেক সুপারের ছেলে ফেরদাউস খানের নামে ৪ শতক এবং প্রতিষ্ঠাতা মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মো. ইব্রাহিম খানের নামে প্রায় ২১ শতক জমি রয়েছে। মাঠ জরীপে ডিপি খতিয়ানে ভূলবসত প্রিন্ট হয়। যাহা দাগ সংশোধনের জন্য বাগেরহাট বিজ্ঞ আদালতে মামলা চলমান।