শেখ মোহাম্মদ আলী, শরণখোলা অফিস:
বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরে টিকতে না পেরে দুবলার আলোরকোল খালে নিরাপদ আশ্রয় নিয়েছেন
কয়েক হাজার মাছ শুঁটকিকরণ জেলে । বৃষ্টিতে শুঁটকি মাছ ভিজে নষ্ট হওয়ার আতংকে রয়েছেন জেলেরা। আবহাওয়া বিভাগ ২নং সতর্ক সংকেত জারী করেছে।
দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী মোবাইল ফোনে বলেন, গত
দুইদিন ধরে বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বিরাজ করছে। সাগরে প্রবল ঢেউয়ের কারণে জেলেরা মাছ ধরা বন্ধ
রেখে নিরাপদ আশ্রয়ে ফিরেছে। আলোরকোল খালসহ আশেপাশের বিভিন্ন খালে নৌকা ট্রলার নিয়ে নিরাপদ
আশ্রয় নিয়েছেন ৬/৭ হাজার জেলে। এখানের জেলেরা সাগরে মাছ ধরে আলোরকোল চরে মাছ শুঁটকি করেন।
তিনি বলেন, ঘূর্ণীঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হলে বিপুল পরিমাণ শুঁটকি মাছ ভিজে নষ্ট হওয়ার
আতংকে রয়েছেন জেলেরা।
জেলেপল্লী দুবলার আলোরকোল ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আসাদুজ্জামান শনিবার
সন্ধ্যায় মোবাইল ফোনে বলেন,বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণীঝড় “ফিনজাল”এর প্রভাবে সাগরে বৈরী
আবহাওয়া বিরাজ করছে। উত্তাল সাগরে টিকতে না পেরে কয়েক হাজার মাছ শুঁটকিকরণ জেলে দুবলার
আলোরকোলখালসহ আশেপাশের খালে নিরাপদ আশ্রয় নিয়েছেন । দুবলার আকাশ মেঘাচ্ছন্ন এবং প্রবল
বাতাস বইছে বলে তিনি জানান। জেলেদের নিরাপদ থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে
ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।