মুন্সী দেলোয়ার হোসেন, চিতলমারী অফিস:
চিতলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮ নভেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পালের সভাপতিত্বে এ সভা আয়োজিত হয়।
স্মরণসভায় উপস্থিত ছিলেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন এবং চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাস। সভায় নিহত সাব্বিরের পিতা ও মাতা সহ আরও অনেকে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা নিহত সাব্বিরের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা সকলেই পরিবারটির প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন।
স্মরণসভাটি একটি শোকাবহ পরিবেশে সম্পন্ন হয়, যেখানে নিহত সাব্বিরের স্মরণে এলাকাবাসীর মধ্যে আবেগঘন পরিবেশ বিরাজ করছিল।