শেখ মোহাম্মদ আলী, শরণখোলা অফিস:
শরণখোলায় শনিবার বিকেলে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রাম ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় ড্রাম ড্রেজারের মালিকদ্বয় পালিয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ পেয়ে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ শনিবার বিকেলে উপজেলার মালিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন এ সময় মালিয়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় একটি ড্রাম ড্রেজার জব্দ করা হয় । এ সময় ড্রাম ড্রেজারের মালিক শাহ জামাল হাওলাদার ও মিজান হাওলাদার পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জব্দকৃত ড্রেজার এলাকার গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন, জব্দকৃত বালু উত্তোলনের ড্রেজারটি পরে নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করাসহ মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ইউএনও জানিয়েছেন।