এম. পলাশ শরীফ, বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে ৩৫০ শিশু শিক্ষার্থী সুন্দর হাতেরলেখা ও চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বর্নাঢ্য আয়োজনে মডেল একাডেমির স্কুল মাঠে শিশুদের এ চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম।
দিনব্যাপী এ অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন সাবেক পুলিশ কর্মকর্তা মো. সুলতান আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইকন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মীর মোশারফ হোসেন।
অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন সামাদ, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছগির আহম্মেদ, বিএনপি নেতা এফ এম শামীম হাসান, সেতারা আব্বাস টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবু সালেহ, ইকরা সংস্থার প্রতিষ্ঠাতা কবি মোঃ সাখাওয়াত হোসেন, বারইখালী ইউনিয়নের জামায়েত নেতা মো. মহিবুল্লাহ রফিক, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিলন, সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান কুদ্দুস, ছাত্র দল নেতা মেহেদী হাসান সজল প্রমুখ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনীতিবিদ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অধ্যক্ষ নাহিদ মাহমুদ।