শেখ মোহাম্মদ আলী, শরণখোলা অফিস:
বঙ্গোপসাগর তীরে দুবলারচরে শনিবার প্রত্যুষে সাগরে পুণ্য স্নানের মধ্যে দিয়ে তিনদিনের রাস উৎসব শেষ হয়েছে।
স্নান সেরেই পূণ্যার্থীরা বাড়ীর পথে রওয়ানা হয়েছেন।
দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি ও রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ বলেন, শনিবার প্রত্যুষে ভরা পূর্ণিমায় সাগরের প্রথম জোয়ারে পুণ্যার্থীরা পুণ্য
স্নান শেষ করে নৌকা ও ট্রলারযোগে বাড়ির পথে রওয়ানা হয়েছেন। এর আগে হিন্দু সম্প্রদায়ের পুন্যার্থীরা শুক্রবার সারারাত আলোরকোলের অস্থায়ী মন্দিরে রাধা কৃষ্ণের লীলা কীর্তন সহ নানাবিধ আচার পালন করেন। পূজা অর্চনা করার জন্য আলোরকোলে নির্মাণ করা হয়েছিলো
অস্থায়ী রাধা কৃষ্ণের মন্দির। রাস উৎসব উপলক্ষে এবার দুবলার আলোরকোলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় বারো হাজার পূণ্যার্থী জড়ো হয়েছিলেন। এখানে আগত পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য বন বিভাগ, পুলিশ সহ বিভিন্ন বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। রাস উৎসব উপলক্ষে আলোরকোলে বসেছিলো বিভিন্ন
সামগ্রীর দোকান। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় নির্বিঘ্নে রাস উৎসব সম্পন্ন হয়েছে বলে কামাল উদ্দিন আহমেদ জানিয়েছেন।
জেলে পল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ
খলিলুর রহমান বলেন, দুবলারচরে রাস উৎসবে আগত সনাতন ধর্মাবলম্বীরা
উৎসবমূখর পরিবেশে তাদের ধর্মীয় আচার পালনসহ সাগরে স্নান সেরে শনিবার সকালে বাড়ির পথে চলে গেছেন। তাদের সার্বিক নিরাপত্তায় বনরক্ষীরা নিরলস কাজ করেছেন বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।