শেখ মোহাম্মদ আলী, শরণখোলা অফিস:
শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি
ঔষধ ও মুদি দোকানীকে অর্ধ লক্ষাধিক টাকা অর্থ দন্ড দিয়েছে। উপজেলা প্রশাসন ও
সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার
সুদীপ্ত কুমার সিংহ ও বাংলাদেশ সেনাবাহিনী শরণখোলা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন মোহাইমেন
যৌথভাবে উপজেলা সদর রায়েন্দা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মেয়াদ উত্তীর্ণ
ঔষধ ও পণ্য রাখায় ভোক্তাঅধিকার আইনে অভিযুক্ত করে ১১টি ঔষধ ও মুদি দোকানীকে অর্থ দন্ড
প্রদান করেন। অভিযানে মোট ৫০ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময়
বাগেরহাট ড্রাগ সুপার দোলেনা খাতুন ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন, ভেজাল পণ্য, বাজারদর নিয়ন্ত্রণসহ
সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে বলে
ইউএনও জানিয়েছেন।