বাগেরহাট প্রতিনিধি।
দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক ও এখন টিভি’র খুলনা ব্যুরো প্রধান, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য,
মোঃ তরিকুল ইসলাম এবং ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক সময়ের খবর পত্রিকার বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক মোঃ তরিকুল ইসলাম খুলনা মহা নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর দিকে বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
তাদের দ্রুত সুস্থতা কামনা করে। রবি রবিবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন। বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার, সাধারণ সম্পাদক আজাদ রশিদ, সিনিয়র সহ-সভাপতি ,কবির হোসেন,সহ-সভাপতি এম এ ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, অর্থ সম্পাদক তানভীর সোহেল,তথ্য ও প্রযুক্তি সম্পাদক শহিদুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, সাজ্জাদ হোসেন লিমন, সাংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক খান মাহবুবুর রহমান বাদল,দপ্তর সম্পাদক, সোহরাব হোসেন রতন, নির্বাহী সদস্য জুলিয়ান জয়, বখতিয়ার হোসেন( ডালিম), তিসা খানমসহ বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।