এম.পলাশ শরীফ, বিশেষ প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে একই স্থানে বিএনপির দুটি গ্রুপের সভা আহ্বান করায় সভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাউলিয়া ইউনিয়ন বিএনপির বর্তমান আহ্বায়ক অ্যাড. আবদুস সালাম ও সাবেক সভাপতি সেলিম হাওলাদারের দুটি পক্ষ বুধবার বিকেল ৪টায় সন্ন্যাসী বাজারের মিজান মার্কেটের সামনে সভা ডেকেছিলো।
দুটি পক্ষ একই স্থানে সভা ডাকায় পরিস্থিতি মারমুখী হয়ে ওঠে। পরিস্থিতি শান্ত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাস্থলে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন।
খাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম হাওলাদার বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও কর্মীসভা নির্ধারিত হয় এ সভাটি তাদের হওয়ার কথা ছিলো। থানা ওসি তদন্তের নিকট অনুমতি নেওয়া হয়েছিলো। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতা মেজর অবসরপ্রাপ্ত মোস্তফা কামাল। নির্বাহী কর্মকর্তা মোবাইল ফোনে জানিয়েছেন সভা করা যাবে না।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, আইন-শৃংখলা পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রাখতে সন্ন্যাসী বাজারসহ পার্শ্বববর্তী এলাকায় সকল ধরণের সভা, সমাবেশ, মিছিল মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।