ক্রীড়া প্রতিবেদক:
টানা দ্বিতীয় বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। রোমাঞ্চকর ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়া ফুটবলের বিশ্বকাপ খ্যাত সাফে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখেছে বাংলাদেশের অদম্য মেয়েরা।
২০২২ সালের অক্টোবরে নেপালকে তাদের মাঠেই ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফের শিরোপা জিতেছিলেন সাবিনা খাতুনরা। এবারের আসরেও হিমালয় কন্যাদের হারিয়ে শিরোপা উৎসবে মেতেছেন তারা।
টানা দুইবার সাফের শিরোপা জয় করে মেয়েরা প্রমাণ করলেন যে, দক্ষিণ এশিয়া ফুটবলে সত্যিকারের চ্যাম্পিয়ন তারাই। দুই বছর আগে শিরোপা জয় করার পর ছাদখেলা বাসে নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়। এবারও ব্যতিক্রম হয়নি। গতকাল দুপুরে দেশে ফেরার পর ছাদখেলা বাসেই শিরোপা-উৎসব করেছে সাফ চ্যাম্পিয়নরা। বিমানবন্দরে সংবর্ধনা দেওয়ার পর ছাদখোলা বাসে করেই মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবনে যান মেয়েরা। দেশের মানুষের সঙ্গে বিপুল আনন্দ উচ্ছ্বাসে শিরোপা জয়ের উৎসব ভাগাভাগি করেছেন তারা।
সাফ জয়ীরা বলেছেন, ফুটবলের এই শিরোপা জয় দেশের মানুষের জন্যই উৎসর্গ করেছেন। দেশকে গর্বিত করতে পেরে এবং মানুষের মুখে হাসি ফুটাতে পেরেই খুশি তারা। এমন আনন্দের উপলক্ষ্য প্রতিদিন আসে না।
নারী ফুটবল ইতিহাসে সাফের টানা দুটি শিরোপা জয়ই বাংলাদেশের সবচেয়ে অর্জন। সাবিনা, ঋতুপর্ণা চাকমা, মণিকা চাকমা, মারিয়া মান্ডা, রুপনা চাকমারা বাংলাদেশের নারী ফুটবলকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন। নেপালের মাঠে ফাইনাল ম্যাচের শেষ বাঁশি বাজার পরই যে শিরোপা উৎসবের শুরু হয়েছিল, দেশের ফুটবলে সেই আনন্দ-উচ্ছ্বাস চলছেই।
নারী ফুটবল ঘিরে আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক-
এবারও ছাদখোলা বাসে সংবর্ধনা : দুই বছর আগের মতো এবারও ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হলো সাফ জয়ী নারী ফুটবলারদের। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে দেশে ফেরার পর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে মতিঝিলের ফুটবল ফেডারেশনের (বাফুফে) যান সাফ চ্যাম্পিয়নরা। রাস্তার দুই ধারে দাঁড়ানোর মানুষদের আনন্দিত করেন সাবিনা, ঋতুপর্ণা, মনিকা, তহুররা। আগের দিনই বিআরটিসির একটি ছাদখোলা বাস নারী ফুটবলারদের জন্য প্রস্তুত করা হয়।
সভাপতি হয়েই তাবিথ পেলেন খুশির সংবাদ : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পরপরই এএফসি নাইট ও সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া গেছেন তাবিথ আউয়াল। সেখান থেকেই পেলেন মহাখুশির খবর। বাংলাদেশের নারী ফুটবলাররা টানা দ্বিতীয়বারের মতো সাফে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
তাবিথ আউয়াল তার ফেসবুক পেজে নিজের প্রতিক্রিয়ায় মেয়েদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!! নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ফুটবল দল। পুরো দেশের মানুষ আজ আমাদের নারী ফুটবলারদের নিয়ে গর্বিত, আমরা আনন্দিত। নতুন বাংলাদেশের যাত্রায় এই জয় আমাদের আরও ঐক্যবদ্ধ করবে, যেকোনো প্রতিক‚লতা জয় এই নারী চ্যাম্পিয়নরা আমাদের অনুপ্রাণিত করবে।’
দেশের মুখ উজ্জ্বল করলেন মেয়েরা : বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, ‘এই শিরোপা বাংলাদেশের মানুষের জন্য। তাদের দোয়া ও ভালোবাসা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। আমরা যে শিরোপা জিতেছি, তার দাবিদার তারাই।’
তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের মান রাখতে পেরেছি। দুই বছর আগে প্রথমবারের মতো শিরোপা জিতেছিলাম।
আমরা খেলেছি এটা মাথায় রেখে, কেউ যেন বলতে না পারে যে আমরা প্রথমবার ভাগ্যের জোরে জিতে গিয়েছিলাম। এবার শিরোপা জিতে মেয়েরা প্রমাণ করেছে, তারা ভালো ফুটবল খেলতে পারে।’
বিতর্ক দমতে পারেনি অদম্য মেয়েদের : সাফ শিরোপা জয়ের মিশনে প্রথমেই পাকিস্তানের বিপক্ষে হারের মুখে থাকা ম্যাচটি ড্র করে বাংলাদেশ। এরপর নানা ধরনের বিতর্ক যেন ঘিরে ধরে মেয়েদের।
ইংলিশ কোচ জেমস পিটার বাটলারের বিরুদ্ধেই অভিযোগ ছিল দলের একাংশের, তিনি সিনিয়র খেলোয়াড়দের পছন্দ করেন না। তাদের একাদশে খেলাতে চান না এই কোচ। বাটলারও নিজের রাগ-ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন। দলের সিনিয়র খেলোয়াড়দের বিরুদ্ধেও তুলেছিলেন নিজের অভিযোগের তির। এমন অবস্থায় ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা খেলেছে দল। সব বিতর্ক এক পাশে সরিয়ে অসাধারণ খেলে শিরোপা জিতল মেয়েরা।
অন্যতম কৃতিত্ব সাবিনার: ছোটন
আগের বার ২০২২ সালে গোলাম রব্বানী ছোটনের কোচিংয়েই প্রথমবারের মতো সাফ শিরোপা জয়ের ইতিহাস গড়েছিলেন সাবিনারা। এবারও তিনি দলের সঙ্গে না থাকলেও দেশে থেকে সাবিনাদের সহযোগিতা করেছেন।
অধিনায়ক সাবিনা নিজেই বলেছেন, ভারত ম্যাচে ভালো করার জন্য সাবেক কোচের দ্বারস্থ হন এবং কোচের বার্তা সতীর্থদের মধ্যে ছড়িয়ে দেন। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ে সাবিনাকেই বেশি কৃতিত্ব দিলেন কোচ ছোটন।
তিনি জানান, ‘সে একজন প্রকৃত লিডার। ২০২২ সালেও বলেছি, সাবিনা শুধু ক্যাপ্টেন নয়, সে লিডার। ২০২৪ সালে সে নিজেকে আরো প্রমাণ করেছে। তার পারফরম্যান্স, বয়স নিয়ে নানা সমালোচনা হয়েছে। পাশাপাশি দলীয় অনেক বিষয় দারুণভাবে নিয়ন্ত্রণ করে দলকে খেলায় ফোকাস রাখতে সাহায্য করেছে। এই শিরোপার অন্যতম কৃতিত্ব সাবিনার।’
সেরার সেরা ঋতুপর্ণা চাকমা : বাংলাদেশের সাফের শিরোপা ধরে রাখার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। ফাইনালের ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তার হাতে। এমনকি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেলেন তিনি। টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত পারফর্ম করেছেন এই নারী ফুটবলার। ফাইনালে নেপালের বিপক্ষে তার গোলেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
তিনি বলেন, ‘ভালো লাগছে আমরা আবার চ্যাম্পিয়ন হয়েছি। আমি গোল করেছি এবং পুরস্কার পাওয়াতে খুশি লাগছে। এতে আমার পরিবারও অনেক খুশি হবে।’ গোলরক্ষক রুপনা চাকমা টানা দ্বিতীয়বার সাফের সেরা হয়েছেন।
সাফ জিতেই দায়িত্ব ছাড়লেন কোচ বাটলার : সাফ খেলতে গিয়ে মনিকা চাকমা বিস্ফোরক মন্তব্য করেছিলেন যে, তাদের ইংলিশ কোচ জেমস পিটার বাটলার সিনিয়র ফুটবলারদের পছন্দ করেন না। সাবিনাদের সঙ্গে বাটলারের দূরত্ব খবর জানাজানি হয়।
আবার বাটলার জানান, বাইরে থেকে কেউ দলে প্রভাব রাখছেন। অর্থাৎ সাবেক কোচ ছোটনের কথা বলেছেন তিনি। যাইহোক, সাফ জয়ের পর এই কোচ দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন। কোচ বাটলার জানান, ‘মেয়েদের দায়িত্বে আমি আর থাকছি না। তবে বাফুফের সঙ্গে কাজ চালিয়ে যাব। এটাই আমার শেষ ম্যাচ ছিল।’
বাটলারকে মূলত বাফুফের এলিট ফুটবল একাডেমির জন্য নিয়োগ দেওয়া হয়েছিল।
মেসির মতো উদযাপন সুমাইয়রার : ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর শিরোপা নিয়ে লিওনেল মেসির ঘুমিয়ে থাকার একটি ছবি ভাইরাল হয়েছিল। তার অনুকরণও করছিলেন অনেকে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মেসির মতো বিছানায় শিরোপা নিয়ে ছবি পোস্ট করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর শিরোপা নিয়ে মেসির মতো উদযাপন করতে দেখা যায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও। এবার মেসির মতো উদযাপন করলেন সাফ জয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। নিজের ফেইসবুক পেজে সাফের জেতা ট্রফি নিয়ে ছবি পোস্ট করেন তিনি।
সাফজয়ীদের পুরস্কার দেবে বিসিবি : টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় সাবিনা, ঋতুপর্ণাদের পুরস্কার দেবে বাংলদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৩০ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
তিনি জানান, টানা দ্বিতীয়বার মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার বিসিবি তাদের অর্থ পুরস্কার দেবে। তবে কত টাকা পুরস্কার দেওয়া হবে, সেটি জানাননি ফারুক আহমেদ। তিনি জানান, বোর্ডের পরিচালকদের সঙ্গে আলোচনা করে টাকা অংক নির্ধারণ করবেন তারা। বোর্ডের সামর্থ্য অনুযায়ী পুরস্কার দেওয়া হবে।
মাশরাফি-তামিমদের অভিনন্দন : আবারো সাফের শিরোপা জিতে দেশকে উচ্ছ্বাসে ভাসালেন সাবিনা খাতুনরা। নারী ফুটবলের এই সাফল্য ছুঁয়ে গেছে ক্রিকেট তারকাদেরও। নারী দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল খান।
মাশরাফি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আগেরবার ছিল স্বপ্ন পূরণের অনির্বচনীয় আনন্দ, এবার প্রত্যাশা পূরণের উচ্ছ্বাস। ওরা অদম্য, ওরা অপ্রতিরোধ্য, ওরা বাংলাদেশের মুখ...অভিনন্দন বাংলার মেয়েদের।’
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘বাংলাদেশের ফুটবলে ও বাংলাদেশের ক্রীড়া জগতের জন্য অসাধারণ একটি মুহুর্ত। মেয়েদেরকে অনেক অভিনন্দন।’ এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিজ্ঞপ্তির মাধ্যমে মেয়েদের অভিনন্দন জানিয়েছে।