ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা:
পিরোজপুরের ইন্দুরকানীতে নাসির উদ্দিন নামে জামায়াতে ইসলামীর বহিস্কৃত এক নেতার
নামে ধর্ষণ মামলা করেছে এক নারী। নাসির উদ্দিন উপজেলার বালিপাড়া ইউনিয়ন জামায়াতে
ইসলামীর সাবেক আমীর এবং রোকন। তিনি ওই ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামের মান্নান
হাওলাদারের ছেলে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৩ সালে তাকে জামায়াতে ইসলামী থেকে
বহিস্কার করা হয়। গত ২৮ অক্টোবর ভূক্তভোগী নারী খুলনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ
ট্রাইবুনাল-০১ এ এই মামলা দায়ের করেন। মামলা নং ২৪৭/২০২৪।
মামলার বিররণে জানা যায়, রিজিয়া বেগম নামে স্বামী পরিত্যক্তা ভূক্তভোগী ওই নারী ও সাবেক
জামায়াত নেতা নাসির উদ্দিন একই গ্রামের বাসিন্দা। চাকুরীর প্রলোভনে নাসির উদ্দিন ওই
নারীকে গত ২৩ অক্টোবর খুলনায় নিয়ে যায় এবং টুটপাড়ার ১৭৪/২৫ নং হোল্ডিংয়ের ফয়সাল ভিলা
নামক বাড়ীতে গিয়ে উঠেন। সেখানে তাকে আটকে রেখে ২ দিনে নয় বার তার ইচ্ছার বিরুদ্ধে
ধর্ষণ করেন। পরে ২৪ অক্টোবর ওই নারী কৌশলে সেখান থেকে পালিয়ে গিয়ে বিষয়টি তার
আত্মীয় স্বজনকে জানায় এবং তাদের পরামর্শে খুলনা সদর থানায় মামলা করতে যান। থানা
কর্তৃপক্ষ মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দিলে তিনি উক্ত আদালতে মামলাটি দায়ের করেন।
এ ব্যাপারে মামলার বাদী রিজিয়া বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মামলার স্বাক্ষী
জসিম উদ্দিন জানান, “নিরাপত্তার কারনে বাদীর মোবাইল ফোন বন্ধ আছে।” তবে ঘটনা
সংক্রান্ত বাদীর সাক্ষাৎকারের একটি ভিডিও এ প্রতিবেদকের কাছে পাঠিয়েছেন। যাতে বাদী
সকল ঘটনার বর্ননা করেছেন।
এ ব্যাপারে সাবেক জামায়াত নেতা নাসির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি এটাকে তার
বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। ইন্দুরকানী উপজেলা জামায়াতে ইসলামীল আমীর মাওলানা আলী হোসেন বলেন, “ নাসির উদ্দিন বালিপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ২০২৩ সালে জামায়াতে ইসলামী থেকে বহিস্কার করা হয়েছে।