শেখ মোহাম্মদ আলী, শরণখোলা অফিস:
শরণখোলায় সোমবার বেলা ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র্যালী ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত বর্ণ্যঢ্য র্যালী উপজেলা পরিষদ
এলাকা প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদিপ্ত কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম,শরণখোলা
প্রেসক্লাবের আহবায়ক শেখ মোহাম্মদ আলী,সিপিপি কর্মী অহিদুজ্জামান ডালিম,কেয়ার
কর্মকর্তা মিজানুর রহমান, নাদিয়া সুলতানা প্রমূখ। সভায় দুর্যোগ থেকে জনসাধারণকে
নিরাপদ রাখতে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দূর্গা পূজার ছুটি থাকায় সোমবার দিবসটি পালন করা হয়েছে।