বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে জাতীয় ইদুর দমন অভিযান ২০২৪ এর উদ্ভোদন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উদ্ভোদনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(নেজারত শাখা এবং ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ শাখা) তারেক রহমান।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার তন্ময় দত্ত, অতিঃ উপপরিচালক মোঃ ওমর ফারুক।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন অঞ্চলের কৃষকরা অংশগ্রহন করেন। এসময় সফল ইদুর নিধনকারী হিসেবে একজনকে পুরস্কৃত করা হয়।