শেখ মোহাম্মদ আলী, শরণখোলা অফিস:
শরণখোলায় বুধবার (১৬ অক্টোবর) সকালে কিশোরীদের জরায় মুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রমের উপর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাক্তার নিয়াজ মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, শরণখোলা প্রেসক্লাবের আহ্বায়ক শেখ মোহাম্মদ আলী,অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল আনোয়ারী ও সাংবাদিক আঃ মালেক রেজা প্রমূখ।
সভায় জানানো হয় আগামী ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর কিশোরীদের বিনামূল্যে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধী টিকা প্রদান করা হবে।