বাগেরহাট প্রতিনিধি:
বুধবার (১৬ অক্টোবর) বিকালে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বাগেরহাট জেলা শিক্ষা অফিসার এস এম সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন।
৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুলও মাদ্রাসা, কারিগরি শিক্ষা ও ক্রিড়া প্রতিযোগিতায় কাবাডি, সাতার ও দাবা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।