মুন্সী দেলোয়ার হোসেন চিতলমারী অফিস:
“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ”- এই প্রতিপাদ্যের আলোকে চিতলমারী উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ এর আয়োজন করে।
দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে একটা র্যালী বের করা হয় এবং র্যালী শেষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোঃ আজমল হোসেন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ এম.আর. ফরাজী বাস্তবিকভাবে হাত ধুয়ে হাত ধোয়ার প্রক্রিয়াগুলো দেখিয়ে দেন।
হাত ধোয়া কর্মসূচি পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে দিবসটির গুরুত্ব ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আজমল হোসেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে সঠিকভাবে হাত ধোয়ার ওপর গুরুত্বারোপ করে সূচনা বক্তব্য রাখেন। এসময় দিবসটির গুরুত্ব ও হাত ধোয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খান পিকলু, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আহসান হাবিব ঠান্ডু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আসগর আলী ও চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ এম. আর. ফারাজি।