বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর থানার গোটাপাড়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রমের মৃতে কাছেম আলী শেখ এর পুত্র মোঃ আতিয়ার রহমান ও তার ছেলে সৌদী প্রবাসী সুজন শেখ এর দুইটি বসত ঘর ভেঙে ফেলেছে উজ্জল শেখ, মেহেদী হাসান বাবু মিশু শেখ সহ অজ্ঞাত ২০/২৫ জন ব্যাক্তি।
পুলিশ সুপার বরাবর এক অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, গত ২৩ আগষ্ট শুক্রবার সকাল ১১টার সময় বিবাদী উজ্জল শেখ তার সাঙ্গপাঙ্গ নিয়ে হটাৎ লাঠি সোটা, রাম দা, চাপাতি, লোহার রড ও দেশিয় অস্ত্র সঙ্গে নিয়ে জোরপূর্বক আতিয়ার রহমান ও তার ছেলে সৌদী প্রবাসী সুজন শেখ এর বসত বাড়িতে প্রবেশ করে। এসময় বাধা দিলে উজ্জল শেখ ও তার দলবল অশ্লীল ভাষায় গালি গালাজ করে।
আতিয়ার রহমান গালি গালাজ করার কারন জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয় এবং লাঠি সোটা ও রড দিয়ে মারতে উদ্যত হয়। একপর্যায়ে তারা জোর পূর্ব ঘরের মধ্যে প্রবেশ করে এবং ঘরের মধ্যে রাখা ট্রাংক ভেঙে সৌদী প্রবাসী সুজন শেখ এর পাঠানো দুই লক্ষ টাকা, বিছানার নিচে রাখা মাছ বিক্রির ৩০ হাজার টাকা ও মিলন শেখ এর স্ত্রী জনি আক্তারের গলায় খাকা ৬আনা ওজনের স্বর্ণের চেন উজ্জল শেখের স্ত্রী মেঘনা বেগম টান মেরে ছিড়ে নিয়ে যায়।
এভাবে বসত ঘর লুট করার পর উজ্জল শেখ তার দলবল নিয়ে কাঠ ও টিনের তৈরী ঘর দুটি ভেঙ্গে পার্শবর্তী মাছের ঘেরের মধ্যে ফেলে দেয়।
আতিয়ার রহমান জানান, আমার দুই ছেলে মিলন শেখ ও সুজন শেখ। এই জায়গা আমার পৈত্রিক সূত্রে পাওয়া, এখানে আমি বাড়ি তৈরী করে আমাদের পরিবার নিয়ে বসবাস করছি। এ ঘটনায় ক্ষতির পরিমান চার লক্ষাধিক টাকা। তিনি আরও বলেন, এই জমি নিয়ে বাগেরহাট সদর সিনিয়র সহকারী জজ আদালতে একটি বাটোয়ারা মামলা চলমান রয়েছে যার নং দেঃ১৯৯/১৬।
বিবাদীরা আমদের পরিবারের সকল সদস্যদের বিভিন্ন প্রকার ভয় ভীতি সহ প্রাননাশের হুমকী দিচ্ছে। বর্তমানে আমিসহ আমার পরিবারের সকল সদস্য চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এমন অবস্থায় আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।