বাগেরহাট প্রতিনিধি:
বাগেেরহাটে মোংলায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর প্রকল্প সপ্নের ঠিকানা মাকোড়ঢোন ব্রিজ স্কুল পরিদর্শন করেছেন বাগেরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে মোংলার নারিকেলতলা আবাসন প্রকল্প এলাকায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর প্রকল্প সপ্নের ঠিকানা মাকোড়ঢোন ব্রিজ স্কুল পরিদর্শন করেন তিনি। পরে তিনি সরকারী আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শোনেন বাসিন্দাদের কাছ থেকে।
এসময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান এর সাথে উপজেলা নির্বাহি কর্মকর্তা আফিয়া শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, কোডেক প্রকল্প সপ্নের ঠিকানা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রাগীর আহসান, এরিয়া কো-অর্ডনেটর সুরেশ রায়, কোডেক বাগেরহাট এর ফোকাল পার্সন সৈয়দ মাহবুবুর রহমান সহ আরো অনেকে উপস্থিতি ছিলেন।