শেখ মোহাম্মদ আলী, শরণখোলা অফিস :
বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেছেন, সুন্দর ও আদর্শিক সমাজ বিনির্মাণে সুশিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের আদর্শবান নাগরিক গড়ে তুলতে শিক্ষকদেরকে আরো মনোযোগী ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন না রাখার বিষয়ে তাদেরকে নিরুৎসাহিত করতে হবে ।
নবাগত জেলা প্রশাসক আজ দুপুরে বাগেরহাটের শরণখোলায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও দপ্তর প্রধানদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শরণখোলা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সদিপ্ত কুমার সিংহ। শরণখোলা উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুর আলম ফকির,রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল আনোয়ারী, ধানসাগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল ওহাব, উপজেলা কৃষি কর্মকর্তার দেবব্রত সরকার, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন বক্তব্য রাখেন।