শরণখোলা অফিস:
ভারতে মহানবী (সঃ) কে কটুক্তির প্রতিবাদে শরণখোলায় শুক্রবার (২৭
সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন
তৌহিদী জনতা। মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও
বিজেপির সাংসদ নিতেশ রান মহানবী মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি
করার প্রতিবাদে তৌহিদী জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও পথসভা
অনুষ্ঠিত হয়।
জুমার নামাজ শেষে মুসল্লিরা শরণখোলা প্রেসক্লাব চত্বর থেকে
বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর রায়েন্দা বাজার পাচঁ রাস্তা
মোড়ে পথসভা করে। পথসভায় বক্তব্য রাখেন, মাওঃ বায়েজিদ হোসেন, পাঁচ
রাস্তা মোড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ ইসমাইল মাহমুদী,
বিএনপি নেতা মিজানুর রহমান মোল্লা প্রমুখ। বক্তারা মহানবী (সঃ)কে
কটুক্তিকারী ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও
বিজেপির সংসদ নিতেশ রানকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক
শাস্তি দানের জন্য ভারত সরকারের প্রতি দাবী জানান।