এস এম মনি, ফকিরহাট অফিস :
গত জুন মাস-২০২৪ হেলথ সিসটেম স্ট্রেন ট্রেনিং স্কোরিং-এ সারা দেশের মধ্যে ১৪তম এবং খুলনা বিভাগের প্রথমতম স্থান অধিকারী বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল বিভাগ বর্তমানে সফলভাবে চালু হয়েছে।
দক্ষ এবং প্রশিক্ষিত চিকিৎসক এবং আধুনিক যন্ত্রপাতি দিয়ে দাঁতের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতালের ডেন্টাল বিভাগে দাঁতের ডাক্তারের পদ ছিল শুণ্য। শুধুমাত্র একজন মেডিকেল টেকনোলজিষ্ট (ডেন্টাল) দিয়ে রোগীদের সেবা প্রদান করা হচ্ছিল। যে কারনে রোগীরা দাঁতের চিকিৎসাসেবা নিতে ব্যর্থ হতেন। এসব রোগীরা বিভিন্ন ডেন্টালে যেতে বাধ্য হতেন। কিন্তু গত ২৪ এপ্রিল সহকারি ডেন্টাল সার্জন (বিসিএস) ডা. শেখ মো. নোমান রাসেল ডেন্টাল বিভাগে যোগদান করেছেন। এছাড়াও রয়েছেন মেডিকেল টেকনোলজিষ্ট মির্জা আবিদ করিম।
এখানে বর্তমানে দাঁতের রুট ক্যানেল ব্যতিত দাঁতের স্ক্যালিং, ফিলিং, দাঁত তোলাসহ দাঁতের নানা রোগের চিকিৎসা করা হয়।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মো. মফিদুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন দাঁতের ডাক্তার ছিল না। সম্প্রতি দাঁতের ডাক্তার যোগদান করেছে। দাঁতের চিকিৎসার জন্য রোগীদের বাইরে যেতে হবে না।
এছাড়াও হাসপাতালে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় যক্ষা রোগীদের বুকের এক্স-রে বসানো হয়েছে। এখানে যক্ষা রোগীদের বুকের এক্স-রে বিনামূল্যে করা হচ্ছে। এখন আর এখন থেকে এসব রোগীদের এক্স-রে করার জন্য বাইরে যেতে হবে না।
তিনি আরো বলেন, বর্তমানে হাসপাতালের পরিবেশ আগের তুলনায় অনেক ভাল হয়েছে। তবে জনবল ঘাটতি রয়েছে। চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি হলে হাসপাতালে চিকি’সাসেবার মান অনেক উন্নত হবে বলে তিনি জানান।