এস এম মনি, ফকিরহাট অফিস :
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনে জাতীয় মৎস্য দিবস-২০২৪ পালিত হয়েছে।
উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটির আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্ত¡র থেকে বর্ণাঢ্য সড়ক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু। এতে সভাপতিত্ব করেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতিকনা দাস।
ক্ষেত্র সহকারী পলাশ কুমার সেনের সঞ্চালনায় এসময় সহকারী কমিশনার (ভ‚মি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা নিছা, সহকারী প্রোগ্রামার (আইসিটি) মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা, গনমাধ্যমকর্মী, মৎস্য ব্যবসায়ি ও মৎস্যচাষী উপস্থিত ছিলেন।
এদিন কার্ব জাতীয় পোনা মাছের সফল নার্সারী হিসেবে হাওলাদার মুজিবুর রহমান, সফল চিংড়ি চাসী হিসেবে শেখ মঈন উদ্দিন এবং সফল গলদা রেনু পোনা উৎপাদনকারী হিসেবে অরুপ রায়কে ক্রেষ্ট প্রদান করা হয়। #