মুন্সী দেলোয়ার হোসেন, চিতলমারী অফিস:
চিতলমারী উপজেলা মৎস্য অফিসের উদ্দোগে মৎস্য সপ্তাহ ২০২৪ বুধবার দুপুর ১২ টায় উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আসমত হোসেন এর সভাপতিত্বের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আলমগীর সিদ্দিকী, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী আজমির আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা মল্লিক। এ ছাড়া উপস্থিত ছিলেন শিবপুর ইউ পি চেয়ারম্যান অলি উজ্জামান জুয়েল খলিফা, কাজী আবু সাহিন। অনুষ্ঠান টি সঞ্চালন করেন চিতলমারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ।
এসময় মৎস চাষে উৎসাহ প্রদানের জন্য উপজেলার চাষিদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়।