প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৪, ১২:৪৫ পি.এম
বিক্ষোভে ছাত্রদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট
নিজস্ব প্রতিবেদক:
বিক্ষোভের সময় ছাত্রদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এটি দায়ের করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা ও মনজুর আল মতিন।
বিচারপতি খুরশিদ আলম সরকার ও বিচারপতি মো. মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
এদিকে আজ দুপুরে ছাত্ররা আবারও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। দুপুর থেকে এ কর্মসূচি চলবে।
- বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: আল-আমিন মার্কেট, রেল রোড, বাগেরহাট।
- সম্পাদক ও প্রকাশক : হাওলাদার মাহফিজুর রহমান মাহফুজ (অধ্যাপক ও সাংবাদিক)
- মোবাইল : ০১৭১৫-৩৫২৫৩৮ (whatsapp)
- ইমেইল : bagerhatpost@gmail.com
- বার্তা সম্পাদক : তানভীর আহমেদ (সোহেল)
- বার্তাকক্ষ :
- মোবাইল : ০১৩১২-৩৫২৫৩৮ (whatsapp)
- ইমেইল : bagerhatpostdesk@gmail.com
All rights reserved © 2024 Bagerhat Post