ফকিরহাট অফিস :
ফকিরহাটে বড় বোনের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শারমিন আক্তার (৭) এক শিশু মৃত্যু হয়েছে।
নিহত শারমিন আক্তার মোংলা এলাকার ইদ্রিস আলীর মেয়ে। ইদ্রিস আলী একজন পিকআপ ভ্যান চালক। তিনি দীর্ঘদিন যাবৎ ফকিরহাট আট্টাকী এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছেন।
পুলিশ জানায়, সোমবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে শারমিন আক্তার তার বড় বোন মীম খাতুনের সাথে ফকিরহাট কাজি আজহার আলী কলেজের পুকুরে গোসল করতে আসেন। এসময় শারমিন আক্তার পুকুরের পানিতে নেমে তলিয়ে যায়। বড় বোন সাঁতার না জানার ফলে তাকে উদ্ধার করতে না পেরে চিৎকার দেয়। স্থানীয় লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।