আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, সংক্রমণের লক্ষণ দেখা দেয়ায় বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পজিটিভ হওয়ায় তার পূর্বনির্ধারিত নির্বাচনী প্রচারণা বাতিল করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার (১৭ জুলাই) নির্বাচনী প্রচারের জন্য লাস ভেগাসে যাওয়ার সময় তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি মৃদু উপসর্গ নিয়ে 'সেলফ আইসোলেশনে' আছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বাইডেনের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "তাকে টিকা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি মৃদ্যু উপসর্গে ভুগছেন। ডেলাওয়ারে নিজের বাসা থেকেই তিনি সব দায়িত্ব পালন করবেন।"
এদিকে ডেলাওয়ারে নিজ বাসাবভনে যাওয়ার আগে বুধবার লাস ভেগাসে বাইডেন সাংবাদিকদের বলেন, "আমি ভাল বোধ করছ।" এরপর তিনি এয়ার ফোর্স ওয়ানে উঠে ডেলাওয়ারের উদ্দেশ্যে রওনা হন। মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ নির্দেশিকা অনুসারে প্রেসিডেন্ট সেখানে 'সেলফ আইসোলেশন' বা স্ব-বিচ্ছিন্ন থাকবেন।
এমন সময়ে বাইডেন কোভিড-১৯ আক্রান্ত হলেন, যখন আসন্ন নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে অনেক ডেমোক্র্যাটই তাকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন। তারপরেও তিনি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ময়দানে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, একটি দীর্ঘ সপ্তাহ ডেলাওয়ারের বাড়িতে কাটানোর পরিকল্পনা করেছেন বাইডেন। তবে অসুস্থতা নিয়ে কতটা সময় তিনি নির্বাচনী প্রচারণা সক্রিয়ভাবে চালিয়ে যেতে পারবেন, তা স্পষ্ট নয়।