এস এম মনি, ফকিরহাট অফিস :
বাগেরহাটের ফকিরহাটে কোটা সংস্কারের দাবীতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বুধবার বেলা ১১টায় শিক্ষার্থীরা উপজেলা সদরের কাজি আজহার আলি কলেজ গেটে জড়ো হয়ে কোটা বিরোধী শ্লোগান দেয়।
এরপর শিক্ষার্থীরা কলেজ চত্বর ও শহীদ মিনারে অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবীতে মানববন্ধন ও মিছিল দেয়। এসময় তারা বিভিন্ন প্লাকার্ড ও জাতীয় পতাকা প্রদর্শণ করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছাত্রছাত্রীদের এসময় বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণ করতে দেখা যায়। শিক্ষার্থীদের সমাবেশ ছিল শান্তিপূর্ণ।
এ কর্মসূচী চলাকালে ছাত্রছাত্রীরা বক্তব্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের হতাশ করেছে। তিনি কোট সংস্কারের যৌক্তিক দাবীর বিষয়ে আলোচনার বদলে আমাদের একাত্তরের বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করেন। আমরা কোটার যৌক্তিক সংস্কার চাই।’
আন্দোলনরত শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রলীগের কর্মীদেরও অবস্থান লক্ষ্য করা গেছে। তবে কোন পক্ষ থেকে উস্কানী লক্ষ্য করা যায়নি। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। দুপুর ১২টার দিকে কোটা সংস্কারের দাবীবে বিক্ষোভকারী শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে যায়।