নিজস্ব প্রতিবেদক:
গত ১৪ জুলােই রবিবার দুপুরে মুক্তিযুদ্ধ ভিত্তিক সংগঠনের যৌথসভায় সিদ্ধান্ত অনুযায়ি আগামীকাল বৃহস্পতিবার (১৮) জুলাই সকাল ১০.১৫ মিনিটে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সকল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ কে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সংগঠনটির জেলা কমিটির নেতৃবৃন্দ।
সাম্প্রতি জাতীয় পতাকা পদদলিত, বীর মুক্তিযোদ্ধাকে রাজপথে লাঞ্ছিত ও নির্যাতন, স্বাধীন দেশকে অচল করতে, জনসাধারণকে জিম্মি এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার মহা ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখা।
কোটাবিরোধী আন্দোলনের আড়ালে মুক্তিযুদ্ধের চেতনার মূলে আঘাত প্রতিহত করা এবং হত্যা, নাশকতা, অরাজকতা, অগ্নিসংযোগ প্রতিহত করার লক্ষ্যে স্বাধীনতার পক্ষের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দল-মত নির্বিশেষে সবাইকে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদার।