নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ফুসে উঠেছে খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় মহানগরীর নতুন রাস্তা মোড়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিএল কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
দেড় ঘণ্টা অবরোধ শেষে বেলা পৌনে ১২ টার দিকে নতুন রাস্তা মোড় থেকে মিছিল নিয়ে শিববাড়ি মোড়ের উদ্দেশ্যে রওনা দেয় শিক্ষার্থীরা। প্রায় ৬ কিলোমিটার হেটে মিছিল সহকারে শিববাড়ি মোড়ে পৌঁছায় তারা। সেখানে নর্দান ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়।
অন্যদিকে দুপুর ১টায় ঢাকা-খুলনা মহাসড়কের জিরো পয়েন্টে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল কলেজ, নর্দান ইউনিভার্সিটি, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী সড়ক অবরোধ করে। আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। অথচ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলায় আমাদের অনেক ভাই ও বোনেরা আহত হয়েছে ৷ তাদের রক্ত ঝড়েছে। এ ঘটনায় বিচারের দাবি জানাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।