নিজস্ব প্রতিবেদক:
পরিবেশের ভারসাম্য রাখতে হলে গাছ লাগাতে হবে বেশি করে এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের যদুনাথ স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) বিকেল ৫ টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেসরকারি কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর পক্ষ থেকে মোট প্রায় পাঁচ শতাধিক ফলের গাছ রোপন করা হয়।
এই কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান। এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ফলের গাছ বিতরণ করেন।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, বেসরকারি কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান সহ যদুনাথ স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীগণ ও ছাত্র-ছাত্রীরা।