এস এম মনি, ফকিরহাট অফিস :
বাগেরহাটের ফকিরহাটে পৃথক ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাহিরদিয়া-মানসা ইউয়িন পরিষদ এবং মঙ্গলবার নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে ইউনিয়ন বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যদের সাথে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
পৃথক সভায় বাল্যবিবাহ প্রতিরোধে করনীয় ও আইনগত ব্যবস্থা পদক্ষেপ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভা পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন। সহযোগিতা করেন কর্মসূচির এসোসিয়ট কর্মকর্তা কুহেলী মন্ডল।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। জেন্ডার প্রমোটার আপা আরজুদা দিতি ও ময়না আক্তার।