আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক মেজরসহ চার সেনা নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুলাই) জম্মু-কাশ্মীরের দোদা জেলায় গোলাগুলির এ ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।
কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্য পেয়ে দোদা জেলার দেসায় সোমবার যৌথ অভিযান চালায় ভারতের সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ। রাত ৯টার দিকে যৌথ বাহিনী সন্ত্রাসীদের মুখোমুখি হলে তুমুল গোলাগুলি শুরু হয়।
গত সপ্তাহেও জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় অভিযান চালাতে গিয়ে নিহত হয়েছেন পাঁচজন সেনা। প্রতিবেদন অনুযায়ী, এ অঞ্চলে অভিযানে গিয়ে গত ৩২ মাসে ৪৮ ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন।