নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এস্টেলিয়া শানট্যা নামে এক বাহামা নাগরিকের লাগেজ থেকে ৩.৯ কেজি কোকেন জব্ধ করেছে এয়ারপোর্ট সিকিউরিটি কর্তৃপক্ষ।
সোমবার (১৫ জুলাই) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বাহামার নাগরিক এস্টেলিয়া শানট্যা নামে এক মহিলা যাত্রী ১৩ জুলাই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তিনি গত ১২ জুলাই এমিরেটস এর ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলে থেকে রওয়ানা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ফ্লাইদুবাই করে চট্টগ্রামে আসেন। কিন্তু সেদিন সাথে কোনো ব্যাগেজ ছিলো না। তখন থেকেই তিনি এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও ইন্টেলিজেন্স এর নজরদারিতে ছিলেন।
আজ সকাল সাড়ে ১০টায় বিমানবন্দরে ওই বাহামার নাগরিক এস্টেলিয়া শানট্যা তার ব্যাগেজ রিসিভ করতে আসেন। সন্দেহজনক হওয়ায় তার ব্যাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিতে একটি ইউপিএস-এর ভিতর ৩ দশমিক ৯ কেজি ওজনের কোকেনের প্যাকেট পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।