নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের এক দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আন্দোলনকারীদের বিক্ষোভ চলছে। আন্দোলনকারীদের নিয়ে ‘অপমানজনক’ বক্তব্যের প্রতিবাদে তাঁরা আজ বিক্ষোভের ডাক দিয়েছেন।
সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টা থেকেই বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে আসতে থাকেন শিক্ষার্থীরা। তারা সেখানে কোটার বিপক্ষে নানান স্লোগান দিতে থাকেন। উপস্থিতি শিক্ষার্থীরা স্লোগান কণ্ঠ মেলাচ্ছেন। স্লোগানগুলোর মধ্যে আছে ‘তুমি নই আমি নই, রাজাকার রাজাকার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’ ইত্যাদি।
এদিকে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে এরই মধ্যে যোগ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেওয়ার কথা রয়েছে। তারা মিছিলে যোগ দিতে পথে আছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'অপমানজনক মন্তব্য'র প্রতিবাদ জানাতে গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। গত দুই সপ্তাহ ধরে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সারা দেশে বিক্ষোভরত শিক্ষার্থীরা রাত ১১টার দিকে নিজ নিজ ক্যাম্পাসে মিছিল করেন।