নিজস্ব প্রতিবেদক:
আদালতের আদেশ না মেনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
সোমবার (১৫ জুলাই) লালবাগে হোসাইনী দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদ্যাপন ও তাজিয়া বা শোক মিছিল উপলক্ষে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, যে কোটা আন্দোলন চলছে, সেটি আদালতের বিষয়। আদালত যে আদেশ দেবেন, সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং মেনে নেয়া প্রতিটি নাগরিকের কর্তব্য।
এ সময় তাজিয়া মিছিলকে কেন্দ্র করে অতীতের জঙ্গিবাদের ঘটনাকে মাথায় রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।
তিনি বলেন, আগামী বুধবার (১৭ জুলাই) পবিত্র আশুরা দিন তাজিয়া মিছিলসহ সব আয়োজন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। যেসব ইমামবাড়া রয়েছে সেখানে ইন্সট্রুমেন্টাল চেকিং ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠান শুরুর আগে যারা ইমামবাড়ায় প্রবেশ করবেন তাদের আর্চওয়ে ও অন্যান্য সুইপিংয়ের মাধ্যমে এখানে প্রবেশ করতে হবে। হোসাইনী দালান ইমামবাড়ার সন্নিকটে যেসব উঁচু ভবন রয়েছে, সেখান থেকে ইমামবাড়ার নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করা হবে।
আশুরার অনুষ্ঠান উপলক্ষে ইমামবাড়ায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তাজিয়া মিছিলের আগে-পেছনে ডানে-বামে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সিসিটিভি ও সাইবার চেকিংসহ যেসব নিরাপত্তা ব্যবস্থা নেয়ার দরকার তা নেয়া হয়েছে। ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল নিয়ে যেখানে যাওয়া হবে সেখানেও পুলিশের উপস্থিতি থাকবে। তাজিয়া মিছিলের সঙ্গে সঙ্গে পুলিশ থাকবে, যোগ করেন হাবিবুর রহমান।