মোড়েলগঞ্জ সংবাদদাতা :
বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় দ্বিতীয় শ্রেণির এক শিশুছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে। রবিবার (১৩জুলাই) সকালে রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামের ওই ছাত্রীর পিতা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন।
অভিযোগে বলা হয়েছে, একই গ্রামের বাবুল মজুমদার(৫০) ওই ছাত্রীকে গত বুধবার বিদ্যালয় থেকে বাড়ি যাবার পথে চকলেট ও বিস্কুট দেওয়ার কথা বলে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, শিশুর শ্লিলতাহানির অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।