নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাট জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রোববার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবুল হাসনাত খান, সিভিলসার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ, বাগেরহাট রাজিয়া নাসের হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ অসীম কুমার সমাদ্দার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, মোড়েলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান , কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মেহেদী হাসান বাবু , মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, চিতলমারি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর সিদ্দিকী, জেলা পরিষদ সদস্য এ্যাড. শরিফা হেমায়েত, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ও বাগেরহাট পোস্ট এর (সম্পাদক ও প্রকাশক) অধ্যাপক মাহফিজুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন। এসময়ে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বুলু শেখ সহ কোস্টগার্ড, ফায়ার সার্ভিস,আনসার প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বক্তারা মাদক ও সন্ত্রাস নির্মুলে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে আহ্ববান জানান। জেলার নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখাতে মনিটরিং কার্যক্রম জোরদার করা, পৌর শহরের মানুষের চলাচলের পথে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত দখলমুক্ত করা, অটোরিক্সা চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।