এস এম মনি, ফকিরহাট অফিস :
বাগেরহাটের ফকিরহাট দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএমসির (এডহক) পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোববার বেলা ১১ টায় কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী স্থানীয় সরকার বিশেষজ্ঞ এআইপি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম, শুভদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল ইসলাম, সিএমসির সাবেক সভাপতি প্রকৌশলী জাহিদুল ইসলাম, শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মলিনা দাস। শিক্ষক কৃষ্ণ চক্রবর্ত্তী উপস্থাপনায় এসময় ইউপি সদস্য অলিপ ঘোষ সহ কমিটির অনান্য সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুমোদিত কমিটির সভাপতি হলেন মোঃ কামরুজ্জামান মোল্লা, জেলা শিক্ষা অফিসার মনোনীত সদস্য মোঃ আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মনোনীত সদস্য ফিরোজ হায়দার, সদস্য সচিব মলিনা দাস। আলোচনা সভা শেষে প্রধান অতিথি স্বপন দাশ কৃষি ক্ষেত্রে জাতীয় পদক পাওয়ায় তাকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন একটি বিদ্যালয়ের কমিটি সর্বময় ক্ষমতার অধিকারী। কমিটির সাথে শিক্ষক মন্ডলী এবং অভিভাবক সমন্বিত ভাবে কাজ করলে ভালো ফলাফল অবশ্যই আসবে। অতিদ্রুততার সাথে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে বলে জানান।