বিনোদন প্রতিবেদক:
অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও ব্যবসায়ী বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট।
শুক্রবার ( ১২ জুলাই) গুজরাটি রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। দীর্ঘ সময়ের প্রাক বিয়ের অনুষ্ঠানের পর অবশেষে চার হাত এক হলো তাদের।
সনাতন ধর্মে সাধারণত কনের বাড়িতে কনের পরিবার বিয়ের আনুষ্ঠানিকতার সব আয়োজন করে। তবে গুজরাটি বিয়ের নিয়মে গুজরাট সম্প্রদায় তাদের বিয়ের অনুষ্ঠানের রীতি অনুযায়ী বরের পরিবার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। তাই রাধিকা নয়, অনন্তের বাড়িতেই বিয়ের সব আনুষ্ঠানিকতা ও আয়োজন সম্পন্ন হয়েছে।
নেটদুনিয়ায় এরইমধ্যে ভাইরাল হয়েছে অনন্ত ও রাধিকার বিয়ের ছবি। মালাবদল ও বিয়ের পর বর ও বধূর হাস্যোজ্জ্বল মুখ এ সময় নজর কাড়ে আমন্ত্রিত অতিথিদের।
বাবার হাত ধরে বিয়ের মণ্ডপে যান রাধিকা। এ মুহূর্তটিকে আরও আবেগী করে তুলতে সুরের জাদু ছড়িয়ে দেন ভারতের সুরের দেবী খ্যাত শ্রেয়া ঘোষাল। বিয়েতে রাধিকা সেজেছিলেন সাদার শুভ্রতায়। বরের বেশে তৈরি হতে অনন্তও বেছে নিয়েছিলেন হালকা রঙকেই। কাঙ্ক্ষিত বিয়ের পরিসমাপ্তিতে দীর্ঘ প্রেমের সম্পর্ক নতুন পরিচয় পাওয়ায় খুশি বর-বধূ দুজনেই।
প্রাকবিবাহ অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। আর বিয়ের অনুষ্ঠানেও তার অন্যথা হয়নি। মেগাবাজেট বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকাতেও রয়েছে বড় চমক। বৃহস্পতিবার থেকে একে একে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের আমন্ত্রিতরা। শুধু বলিউড তারকারাই নন, রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতি রয়েছে হাইপ্রোফাইল বিয়েতে। তাহলে দেখে নেওয়া যাক বিদেশ থেকে কারা কারা এলেন, সেই সকল অতিথিদের সাজপোশাক কেমন ছিল।
অতিথিদের মধ্যে নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস৷। সাদা রঙের শেরওয়ানি পরেন নিক। আর হলুদ লেহেঙ্গার সঙ্গে মানানসই মেকআপ-গয়নায় সাজেন প্রিয়াঙ্কা।
স্ত্রীর সঙ্গে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এসেছেন আম্বানির ছেলের বিয়েতে। অনুষ্ঠানে কালো স্যুট পরেন তিনি। আর লাল রঙের একেবারে ভারতীয় ঘরানার চুড়িদারে সাজেন তাঁর স্ত্রী।
ডাব্লুডাব্লুএফ কুস্তিগীর তথা অভিনেতা জন সিনা মুম্বইতে অনন্ত আম্বানি এবং রাঘিকা মার্চেন্টের বিয়েতে হাজির হন। অনন্ত-রাধিকার বিয়েতে জন বেছে নিয়েছিলেন আইভরি রঙের পাজামার সঙ্গে মুক্তোর সাদা সুতো ও ছাই রঙা সুতোয় কাজ করা একটি হালকা আকাশী রঙের শেরওয়ানি।
বিয়ের চূড়ান্ত পর্বে অতিথির তালিকাতে আছেন যুক্তরাষ্ট্রের রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ান। বোন ক্লোয়িকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে পৌঁছন তিনি। লাল রঙের লেহেঙ্গায় লাস্যময়ী রূপে ধরা দেন কিম। বোন ক্লোয়ি পরেছিলেন সাদা জমকালো লেহেঙ্গা
প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও আম্বানিদের অতিথি তালিকা রয়েছেন। তাঁর কালো রঙের স্যুটের পোশাক যেন আভিজাত্য বাড়িয়ে দিয়েছে এই অনুষ্ঠানের।
অনন্ত ও রাধিকার মহাবিবাহ অনুষ্ঠানের পর আজ শনিবার (১৩ জুলাই) শুভ আশীর্বাদ এবং আগামী রোববার (১৪ জুলাই) হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব।