মোংলা সংবাদদাতা:
পুলিশের অভিযানে মোংলায় ২০ লিটার দেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পৌর শহরের ২ নম্বর জেটির পাকাঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে আটকদের জেল হাজতে পাঠানো হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পৌর শহরের ২ নম্বর জেটির পাকাঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় প্রধান মাদক ব্যবসায়ী জাহিদ শহরের বেড়িবাঁধে তার নিজস্ব দোকান ঘরে মদের আসর বসিয়েছিল। অভিযানকারী এসআই নুরে আলম মাদক ব্যবসায়ী ফরিদ হোসেন জাহিদের (৪৫) মদের আড্ডাখানা থেকে ২০ লিটার মদসহ তাকে আটক করেন। এ সময় জাহিদের সঙ্গে থাকা সহযোগী ইলিয়াছ হোসেন রানাকে (৪৪) আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। শুক্রবার দুপুরের পর বাগেরহাট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, আটক মাদক ব্যবসায়ী ফরিদ হোসেন জাহিদ মোংলা শহরের সিগনাল টাওয়ার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. ফারুক হোসেনের ছেলে। এবং একই এলাকার কাউন্সিলর মজনু গাজীর আপন বোন জামাই। কাউন্সিলের নিকট আত্মীয়ের হওয়ার সুবাদে জাহিদ পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদকের রমরমা কারবার চালিয়ে আসছিলেন বলেও এলাকাবাসীর বহু অভিযোগ রয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, মোংলা পৌর শহর ও গ্রামাঞ্চলে মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষায় প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। এ অভিযানে প্রায়শ মাদক উদ্ধার ও মাদকে জড়িতদের আটক করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা এবং তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।