বিনোদন প্রতিবেদক:
বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ অম্বানির ছেলে অনন্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রাধিকা মার্চেন্ট। ছেলের বিয়েতে মুকেশ অম্বানি খরচ করেছেন উদার হাতে। সব মিলিয়ে রাজকীয় এই বিয়েতে খরচ হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা।
ভারতের মুম্বাইয়ে চলছে বিশ্বের ১১তম শীর্ষ ধনী মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্তের বিয়ের আনুষ্ঠানিকতা। সাত মাস ধরে চলা রাজকীয় সব আয়োজন নজর কেড়েছে পুরো বিশ্বের।
আনুষ্ঠানিকভাবে খরচ নিয়ে আম্বানি পরিবার থেকে গণমাধ্যমে এখনও কিছু জানানো হয়নি। তবে ইন্ডিয়ান টাইমস, বিবিসি ও ফোর্বসের বরাতে জানা গেছে, বিয়েতে মোট খরচ হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা। যদিও তা আম্বানি পরিবারের মোট সম্পত্তির মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ। বিশাল এই টাকা ব্যয় হয়েছে নামি-দামি শিল্পীদের বুকিং খরচ, জেট বিমান ভাড়া, সুবিধাবঞ্চিতদের ভোজ আয়োজনসহ অন্যান্য খাতে।
গণমাধ্যমগুলো বলছে, বিদেশি অতিথিদের যাতায়াতে ভাড়া করা ৩টি ফ্যালকন-২০০০ মডেলের জেট বিমানেই খরচ হয়েছে প্রায় ৮ কোটি টাকা। এছাড়া, আরও ১০০টি ব্যক্তিগত বিমান ভাড়ায় খরচ হয়েছে আরও কয়েক কোটি টাকা।
ফোর্বসের তথ্য অনুযায়ী, বিয়েতে পারফর্ম করা শিল্পীদের মধ্যে জাস্টিন বিবারকেই সবচেয়ে বেশি ১০ মিলিয়ন ডলার দিতে হয়েছে। এছাড়া রিহানা নিয়েছেন ৭ মিলিয়ন ডলার।
রাধিকা ও অনন্তের বিয়ে বিশ্বের দামি সব বিয়ের তালিকায় জায়গা করে নিতে যাচ্ছে বলে এখন আলোচনা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। চলতি বছর মার্চ মাসে ভারতের জামনগরে প্রি-ওয়েডিং, তারপর দ্বিতীয় প্রি-ওয়েডিং সেলিব্রেশন হয় ফ্রান্সে। এছাড়া ১২ জুলাই 'বিয়ে', ১৩ জুলাই 'আশীর্বাদ' এবং ১৪ জুলাই 'মঙ্গল উৎসব' এর মধ্যে দিয়ে শেষ হচ্ছে আলোচিত অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের পর্ব।