শেখ মোহাম্মদ আলী, শরণখোলা অফিস :
জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত সুন্দরবন পুনরুদ্ধারের প্রকল্প গ্রহণ করা হয়েছে। অপরদিকে, সমুদ্রের ভাঙ্গনে প্রতিবছর সুন্দরবনের বনভূমি কমে যাচ্ছে। ফরাসি সরকারের অর্থায়নে নতুন ম্যানগ্রোভ বনসৃজন ও জীববৈচিত্র রক্ষায় নানামুখী প্রকল্পের কাজ এ বছর শুরু হবে বলে বন বিভাগ জানিয়েছে।
সুন্দরবন বিভাগ সূত্রে জানা যায়, জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কমে গেছে বনভূমি মারা গেছে অনেক গাছপালা। সুন্দরবনকে শত বছর আগের চেহারায় ফিরিয়ে আনার জন্য ফ্রান্স সরকারের অর্থায়নে পূর্ব ও পশ্চিম সুন্দরবনের ২০ কিলোমিটার এলাকায় নতুন ম্যানগ্রোভ বন সৃষ্টির প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রকল্পের অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে (পাইলট স্কিম) বন সৃজন করা হবে। ফরাসি সরকারের ৩০০ মিলিয়ন ইউরো ব্যায়ে সুন্দরবন অঞ্চল সংরক্ষণ ও পুনরুদ্ধারের উদ্যোগ প্রকল্প ( সি আর আই এস পি) তিন বছর মেয়াদী এই প্রকল্পের কাজ এ বছরই শুরু হবে বলে বন বিভাগ জানিয়েছে।
আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা(আই ইউ সিএন) ও সুন্দরবন বিভাগ যৌথভাবে প্রকল্প বাস্তবায়ন করবে।
পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংস্থা চেঞ্জ ইনেসিয়েটিভের এক গবেষণায় বলা হয়েছে ১৯৭৩ সালের সুন্দরবনের ৯৪.২% এলাকা ঘন বনে আবৃত ছিল যা ২০২৪ সালে কমে ৯১.৫ শতাংশ হয়েছে অর্থাৎ ৫১ বছরে প্রায় ৩ শতাংশ বন হারিয়েছে সুন্দরবন।
পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুরজিৎ চৌধুরী বলেন সামুদ্রিক ভাঙ্গনে প্রতিবছর সুন্দরবনের বনভূমি কমছে বিশেষ করে ঘূর্ণিঝড় রেমালের পরে সুন্দরবনের কটকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে এভাবে চলতে থাকলে আর একটা ঘূর্ণিঝড় হলে কটকা ফরেস্ট অফিস অন্যত্র সরিয়ে নিতে হবে বলে তিনি মনে করেন।
বনবিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বাগেরহাট পোস্ট কে বলেন জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবনে অনেক ক্ষতি হয়েছে। শত বছর আগের সুন্দরবনের চেহারা ফিরে আনতে ফ্রান্স সরকারের অর্থায়নে সুন্দরবনের ২০ কিলোমিটার এলাকায় নতুন ম্যানগ্রোভ বন সৃষ্টির প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে শ্যামনগরের গাবুরায় পাইলট স্কীমে নতুন বন সৃষ্টি করা হবে এবং সুন্দরবনের উন্নয়ন ও জীববৈচিত্র রক্ষায় ব্যাপক সমীক্ষা চালানো হবে সমীক্ষার রিপোর্টের পরে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে বলে সিএফ জানিয়েছেন।