ফরিদপুর সংবাদদাতা:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার বিরামহীন প্রচেষ্টার ফলস্বরূপ বাংলাদেশ যে উন্নতির শিখরে পৌঁছেছে, তা ছোট্ট একটি শিশুও জানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তার উন্নয়নের কারণে বিশ্বজুড়ে প্রশংসিত।
শনিবার (১৩ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের টেপাখোলা লেকের উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।
তিনি আরও বলেন, ‘দেশে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। তারই অংশ হিসেবে আজ টেপাখোলা লেককে দৃষ্টিনন্দন করার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এই লেককে কেন্দ্র করে ফরিদপুরে একটি নতুন উপশহর গড়ে উঠবে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এছাড়াও ফরিদপুরে আরও একাধিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘ফরিদপুরের আপামর মানুষের বুকের যে আকাঙ্ক্ষা, তাদের যে দীর্ঘদিনের স্বপ্ন সে ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে সেই স্বপ্ন পূরণের রাস্তাও আমাদের সুগম হবে খুব শিগগিরই।
আব্দুর রহমান বলেন, ‘আমাদের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী আমাদের পাশে থাকবেন, ফরিদপুরের মানুষও শেখ হাসিনার পেছনে ঐক্যবদ্ধভাবে পাশে থাকবেন। শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা বরদাস্ত করবে না। শেখ হাসিনার নেতৃত্বকে সামনে নিয়েই আমরা উন্নয়নের ফরিদপুর গড়বো, স্বপ্নের ফরিদপুর গড়বো। আজকে এই হোক আমাদের সকলের প্রত্যয়।’
জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে আজাদ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ঝর্না হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী পিটিআইয়ের একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দুস্থ নারীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।